
নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি নেতার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সুকাশ ইউনিয়নের আগমুশন গ্রামে এই উঠান বৈঠক হয়।
এসময় প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করে সভাস্থলে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের সংসদ সদস্য পদপ্রার্থী দাউদার মাহমুদ।
বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, “আমি গত ১৭ বছরে দলের কাজে একদিনের জন্যও অবহেলা করিনি। দলের স্বার্থে নিজের সুখ-দুঃখ, পরিবার-সন্তান সবকিছু ত্যাগ করেছি। এমনকি নিজের সন্তানকে জেল থেকে কোলে নিয়েছি, কিন্তু দলের প্রতি আনুগত্যে কখনও ভাঙন ধরতে দিইনি।”
তিনি আরও বলেন, “আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। সামনে যেই নেতা ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে একযোগে মাঠে নামবো। আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ ন্যায়, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়। শহর থেকে গ্রাম সব জায়গায় বিএনপি নেতাকর্মীরা জেগে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবো ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, সাবেক ছাত্রনেতা আব্দুল মমিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর