
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে ফল প্রকাশ করা হয়।
পিএসসির সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। আর পরীক্ষায় অংশ নেন ৫৬ শতাংশ প্রার্থী।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। যুক্তিসংগত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এতে অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে ৬৫৩টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি শূন্যপদসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর