
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াত ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, জামায়াত বলে এক, করে আরেক; ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক।
তিনি উল্লেখ করেন, অন্য দল যেমন বিএনপি, এনসিপি বা আওয়ামী লীগ, তাদের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে নির্দিষ্ট মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াতের ক্ষেত্রে কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নেই।
এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল। দেশের মানুষের ভালোবাসা ও দোয়া দলটির সঙ্গে আছে। তবে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থান নেওয়াকে তিনি অবাস্তব মনে করেন। তিনি বলেন, প্রতীকই ভোটের জয়ের নিশ্চয়তা দেয় না; বরং দীর্ঘ সময় ধরে দলের কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি হওয়া গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নৌকা ও ধানের শীষ দীর্ঘ সময় ধরে জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। শাপলা, পদ্ম বা গোলাপের মতো প্রতীককেও ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সময় ও প্রচেষ্টা প্রয়োজন। যদি নির্বাচনের আগে শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে মনে হতে পারে এনসিপি হেরে গেছে, যা তারা স্বীকার করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর