
সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যদিয়ে আলোচিত এই মামলার এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেফতার করা হলো।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে র্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে।
সিপিসি-২ র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বিপ্লব রোজারিওকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। মামলায় তার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশুশিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সহযোগিতায় ভুক্তভোগীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এর আগে গত ১৮ অক্টোবর এই মামলার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসকে এবং ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করে জেলা ও ডিবি পুলিশ। আজ সবশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতারের মাধ্যমে সব আসামিকে আইনের আওতায় আনা হলো।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর