
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামে এক প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট বীচ অ্যান্ড রিসোর্টের দক্ষিণে কাশবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর গভীর রাত আনুমানিক ২টার দিকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে।
শামীম মাসুদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করেন। তার বাড়ি বরিশাল।
জানা গেছে, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর