
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।এসময় নেতারা জুবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ইবি শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যারও বিচার দাবি করেন তারা।
এর আগে গতকাল রোববার রাতে জুবায়েদ হত্যার খবর পেয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইবি ছাত্রদল।
মিছিল-পরবর্তী সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে- তা এখনো পরিষ্কার নয়। সিসি ক্যামেরার ফুটেজে আমরা লাল ও কালো শার্ট পরা দুই ব্যক্তিকে দেখতে পেয়েছি, যাদের এখনো পুলিশ ধরতে পারেনি। আমরা দাবি জানাই, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।”
তিনি আরও বলেন,“যদিও জুবায়েদের ছাত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে প্রশাসন, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর