
চট্টগ্রামের পটিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. সাকিব (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাকিব আনোয়ারা থানার খাসকামার গ্রামের মো. করিম ও সুরাইয়া আক্তার দম্পতির ছেলে। তারা প্রায় ৮ থেকে ৯ বছর ধরে পটিয়ার সুচক্রদণ্ডী এলাকায় আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সাকিব ২০২২ সালে এইচএসসি পাস করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মা–ছেলের মধ্যে মনোমালিন্য হলে সাকিব অভিমান করে বাসার একটি কক্ষে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সাকিবের আচরণে সম্প্রতি হতাশার লক্ষণ দেখা গিয়েছিল। পারিবারিক কলহই তার এমন সিদ্ধান্তের পেছনে কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎসু যশ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর