
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রৌমারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে রৌমারী শহীদমিনার চত্বর থেকে বের হয়ে রৌমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদমিনার চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
তাই অতিদ্রুত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির পাশাপাশি শিক্ষকদের উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। বিক্ষোভ সমাবেশ আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, রৌমারী শাখা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর