
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আজ মঙ্গলবার শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান করবেন এবং বিক্ষোভ মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি না মানলে ২২ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, “দাবি পূরণ না হলে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
অধ্যক্ষ আজিজী বলেন, আন্দোলন এখন আমরণ অনশনে রূপ নিয়েছে, ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছেন। প্রশাসনের কেউ বাধা দিলে তার দায়ভারও সরকারকে নিতে হবে।
দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ করা।
সংহতি জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক, সরকার দ্রুত সমাধান না করলে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর