
গাজায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নতুন করে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় সোমবার গাজার দক্ষিণাঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামাসের দাবি, ইসরায়েল “চলমান যুদ্ধবিরতির শর্ত স্পষ্টভাবে লঙ্ঘন করছে।”
অন্যদিকে, ওয়াশিংটন বলছে—বাইডেন প্রশাসন ইসরায়েল ও হামাসের মধ্যকার সমঝোতা টিকিয়ে রাখতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “আমরা চাই উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত পুরোপুরি মেনে চলুক এবং বেসামরিক প্রাণহানি রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুক।”
জাতিসংঘও উদ্বেগ জানিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সমন্বয় না হলে মানবিক সহায়তা ব্যাহত হবে এবং গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর