
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, “এটি শুধুই এক রাজনৈতিক নাটক, যা মার্কিন নির্বাচনের আগে জনসমর্থন আদায়ের উদ্দেশ্যে সাজানো।”
খামেনি আরও বলেন, মার্কিন হামলা বা সাইবার আক্রমণে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায়, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলো পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে, এবং আমাদের বিজ্ঞানীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।”
এর আগে ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, যুক্তরাষ্ট্র “ইরানের পারমাণবিক সক্ষমতার ৯০ শতাংশ ধ্বংস করে দিয়েছে”, এবং তেহরান যদি “বুদ্ধি ফিরে পায়” তাহলে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।
খামেনি পাল্টা মন্তব্যে বলেন, “আমেরিকা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে। ইরান কখনোই চাপ বা প্রতারণার কাছে নত হবে না।” তিনি আরও জানান, কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও খামেনির এই বক্তব্য বিনিময় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নতুন করে তীব্র হচ্ছে।
সূত্র: প্রেস টিভি, আল জাজিরা, রয়টার্স।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর