
পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘বিদায়’ এর শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এবং দীঘি।
সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানালেন, “আগে আমরা ‘বরবাদ’ সিনেমায় সিয়ামের সঙ্গে শুটিং করার পরিকল্পনা করছিলাম। কিন্তু এখন সেটি কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে আমরা বাপ্পারাজ, দীঘি ও প্রার্থনা ফারদিনসহ অন্যান্য তারকার সঙ্গে ‘বিদায়’-এর কাজ শুরু করেছি। এটি বাপ্পারাজ এবং দীঘির জন্য প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় অভিষেক।”
শুটিং শুক্রবার থেকে শুরু হয়েছে এবং সোমবার থেকে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ চলছে। সিনেমায় তিনি একজন চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় অভিনয় করছেন তিনি। যদিও আপাতত সিনেমার বিষয়বস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারেননি, তবে শুটিং শেষ হওয়ার পর মাসের শেষ দিকে বিস্তারিত জানাতে পারবেন।
শুটিংয়ে আরও অংশগ্রহণ করেছেন ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু। চলমান শুটিং নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা চলবে। এরপর সিনেমার কিছু অংশের শুটিং হবে মধ্যপ্রাচ্যের কোনো দেশে। জানা যায়, গল্পটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এগোবে।
প্রযোজক শাহরিন আক্তার আরও বলেন, “অনেকে নায়ক বা নায়িকার নাম জানতে চাইবেন। তবে আমাদের সিনেমার নায়ক হলো গল্প নিজেই। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পুরো পরিবার নিয়ে দেখার জন্য উপযুক্ত।”
‘বিদায়’ সিনেমাটি আগামী ঈদ বা অন্য কোনো উৎসবের সময় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর