
নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নাটোরের নলডাঙ্গা থানায় অভিযোগ করেছেন সাংবাদিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মোঃ ফজলে রাব্বী।
রবিবার (২০ অক্টোবর) জীবনের নিরাপত্তা চেয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ করেন মোঃ ফজলে রাব্বী। তিনি স্থানীয় দৈনিক জনদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি।
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করে ফজলে রাব্বী বলেন, দীর্ঘ এক দশক ধরে আমি সাংবাদিকতা ও পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণে নাটোরসহ দেশব্যাপী স্বেচ্ছায় কাজ করে আসছি। এর ফলস্বরূপ ২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার প্রদান করে।
সম্প্রতি বন্যপ্রাণী উদ্ধার, মাদক, জনভোগান্তি, চুরি, ডাকাতি, ছিনতাই, ভূমিদস্যু এবং অনুসন্ধানীমূলক প্রতিবেদন দৈনিক জনদেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এই সব সংবাদের জেরে একটি মহল, ভূমিদস্যু, প্রতারক, মাদক, হাইব্রিড সিন্ডিকেটের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। এছাড়াও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কয়েকজন আমার নামে অপপ্রচার করে জনরোষ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। আমি আশঙ্কা করছি এই ব্যক্তিরা আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন। তাই নিরাপত্তার জন্য এই আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হাইব্রিড প্রভাবশালী সিন্ডিকেটের কারণে আমি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত এবং আমার ভবিষ্যৎ নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত।
রাব্বী আরও বলেন, সিন্ডিকেটটি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে একটি নীলনকশা বাস্তবায়নের কাজ করছে। আইনি পদক্ষেপ গ্রহণ করা ছাড়াও বিষয়টি সিনিয়র সহকর্মীবৃন্দ, কেন্দ্র এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোষী যেই হোক, ঘটনার সত্যতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর