
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা নিশ্চিন্তপুর এলাকার দুই সিঙ্গাপুর প্রবাসী যুবক নিজেদের প্রতিজ্ঞা ও দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের প্রিন্সিপাল পারভীন জাকির কারিগরি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে হেলিকপ্টারে করে ওই দুই প্রবাসী যুবক নামলে তাদের দেখতে কয়েকশত শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ ভিড় জমান। পরে তাদের স্বজন ও গ্রামের লোকজন তাদের জড়িয়ে ধরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এলাকাবাসী জানান, দুই বছর আগে একই গ্রামের মেহেদী ও আকাশ তাদের পরিবারে সচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে গিয়ে উপার্জন করে পরিবারের পাশাপাশি এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারকে সহযোগিতা করেন।
প্রবাস জীবনের ব্যস্ততা থেকে স্বস্তির ছুটি কাটাতে দুই যুবক গ্রামের বাড়িতে হেলিকপ্টার নিয়ে বাড়ি ফেরায় উৎফুল্ল তাদের পরিবার ও এলাকাবাসী।
প্রবাসী ওই দুই যুবক জানান, প্রবাস জীবনের যাত্রার শুরুতেই তাদের প্রতিজ্ঞা ও স্বপ্ন ছিল, প্রতিষ্ঠিত হতে পারলে হেলিকপ্টার নিয়ে তারা বাড়ি ফিরবেন। দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় তারা আনন্দিত। গ্রামবাসী তাদের দেখতে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর