"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালীটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা দিবসের প্রতিপাদ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচকরা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা। একটুখানি সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেই বহু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরনের যানবাহনের ক্ষেত্রে নিরাপদ গতিসীমা মেনে চলা অপরিহার্য। এর মাধ্যমে সড়কে মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।
সভাপতির বক্তব্যে এ.টি.এম কামরুল ইসলাম বলেন, "নিরাপদ সড়ক নিশ্চিত করা केवल আইন প্রয়োগকারী সংস্থার একার দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। চালক, যাত্রী, পথচারী—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।" তিনি সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং কালীগঞ্জে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত থেকে সড়ককে নিরাপদ করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর