
দখলকৃত পশ্চিম তীর (West Bank) অঞ্চল ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির সংসদ কনেসেট। বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে ২৫ জন আইনপ্রণেতা পক্ষে এবং ২৪ জন বিপক্ষে ভোট দেন।
বিলটি পাশ হলে পশ্চিম তীরের ওপর ইসরায়েলের আইন, আদালত ও প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে—যা আন্তর্জাতিকভাবে “অ্যানোক্সেশন” বা সংযুক্তিকরণ হিসেবে বিবেচিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এটি আইন প্রণয়নের চার ধাপের মধ্যে প্রথম ধাপ। পরবর্তী ধাপগুলোতে অনুমোদন পেলে বিলটি কার্যকর আইন হিসেবে স্বীকৃতি পাবে।
প্রস্তাবটি উত্থাপন করেছেন ইসরায়েলি ডানপন্থি জোটের সদস্যরা, যারা পশ্চিম তীরকে ‘জুডিয়া ও সামারিয়া’ নামে অভিহিত করে একে “ইহুদি ঐতিহাসিক ভূমি” হিসেবে দাবি করেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ আনুষ্ঠানিকভাবে বিলটির পক্ষে অবস্থান নেয়নি এবং একে “প্রতীকী পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছে।
আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলো এ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের আইন প্রয়োগ আন্তর্জাতিক আইনবিরোধী এবং এটি “দুই রাষ্ট্র সমাধান”-এর (Two-State Solution) সম্ভাবনাকে আরও দুর্বল করে তুলবে।
অন্যদিকে, প্যালেস্টাইন কর্তৃপক্ষ এই বিলকে সরাসরি অবৈধ ও দখলনীতির ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, এই পদক্ষেপ প্যালেস্টাইনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে আরও বাধাগ্রস্ত করবে।
বিলটি পাশ হলে পশ্চিম তীরের বড় ইহুদি বসতি এলাকা মা’আলে আদুমিমসহ বেশ কিছু অঞ্চল আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে আসবে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর