
দুর্দান্ত ওপেনিং জুটির পরও তিনশো পেরোতে পারলোমিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে। প্রথম দুই ম্যাচে যেখানে রান তুলতে কঠিন হয়েছিল, সেখানে আজ দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করে দারুণ ভিত তৈরি করেছেন।
সৌম্য ৯১ রান এবং সাইফ ৮০ রান করে আউট হন। তাদের ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হিসেবে ইতিহাস গড়েছে। এর আগে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এনামুল হক জুনিয়র ও ইমরুল কায়েস ১৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে রেখেছিলেন এই রেকর্ড।
তবে দুজনের বিদায়ের পর মডল অর্ডারে ব্যর্থতার কারণে রানের গতি মন্থর হয়ে পড়ে এবং বাংলাদেশ তিনশর গণ্ডি স্পর্শ করতে পারেনি। তাওহিদ হৃদয় ২৮ ও নাজমুল হোসেন শান্ত ৪৪ রান করেন, তবে তারা যথেষ্ট সহায়ক হতে পারেননি।
ক্যারিবীয় দলে সবচেয়ে সফল ছিলেন আকিল হোসেন। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া অ্যালিক অ্যাথানেজ ২ উইকেট নেন।
আগের দুই ম্যাচ শেষে সিরিজের স্কোর ১-১। তাই আজকের ম্যাচটি অলিখিত ফাইনালের মতো, যেখানে জয়লাভ করলে সিরিজ জয় নিশ্চিত করবে দলটি। যেখানে বাংলাদেশের কাছে ২৯৭ রানের পুঁজি আর ওয়েস্ট ইন্ডিজের কাছে কঠিন চ্যালেঞ্জ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর