গাইবান্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরেই এবার অভিযোগের ঝড়। অধীনস্থ এক উপ-পরিদর্শকের (এসআই) ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দের ঘটনায় পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, এর আগে বুধবার বিকেলে গাইবান্ধা সদর আমলী আদালতে ভুক্তভোগী এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নাম উল্লেখিত আসামিরা হলেন—গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এবং লালমনিরহাট জেলার তারেকুজ্জামান তুমিন (২৩)।
মামলা সূত্রে জানা গেছে, বাদীর স্বামী এসআই মনিরুজ্জামান গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামানের আত্মীয় তারেকুজ্জামান তুমিন তার বিরুদ্ধে গাইবান্ধা এসপি কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ২৫ মার্চ পুলিশ সুপার ও ওসি, এসআই মনিরুজ্জামানকে এসপি কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে উপস্থিত হওয়ার পর গাইবান্ধার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোর্তিময় গোপ তাঁর কাছ থেকে ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং ১৩ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে ওই ডিভাইসগুলো যাচাই-বাছাই শেষে সদর থানার ওসির কাছে জমা রাখা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি প্রকাশ করলে চাকরির ক্ষতির ভয় দেখানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসআই মনিরুজ্জামানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়।
ঘটনার পর মনিরুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ডিভাইসগুলো ফেরত চাইলেও তা পাননি। নিরুপায় হয়ে তিনি তাঁর পরিবারকে বিষয়টি জানান, এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন।
বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর