কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত ওই শিক্ষার্থীর নাম আশিকুর রহমান আশিক (১৪)। মৃত ওই শিক্ষার্থী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে। সে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাগরিবের আযানের সময় ভূরুঙ্গামারী- সোনাহাট রোডের পাইকেরছড়া ফেডারেশনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। পরিবারের বরাত দিয়ে মৃত ওই শিক্ষার্থীর চাচা হাফিজুর রহমান জানান, ছেলেটি স্কুল থেকে ফিরে সন্ধ্যায় সাইকেল যোগে পাটেশ্বরী বাজারে যাচ্ছিলো।
ভূরুঙ্গামারী-সোনাহাট রোডের পাইকেরছড়া ফেডারেশনের সামনে পৌছলে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেট দিয়ে লাশ নিয়ে বিক্ষোভ করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর