বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। ফলে সাম্প্রতিক সময়ে রাতের বেলা যে সামান্য শীতল অনুভূতি ছিল, তা আপাতত কমে আসতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশনের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে। ২৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সারাদেশেই গরমের তীব্রতা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
অবজারভেশন থেকে আরও জানানো হয়, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে, যা গরমের অস্বস্তি আরও বাড়িয়েছে। তবে লঘুচাপটি দুর্বল হয়ে পড়লে এবং বৃষ্টি শুরু হলে তাপমাত্রা দ্রুত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তাদের পরামর্শ, আপাতত কয়েকদিন ধৈর্য ধরলেই স্বস্তির আবহাওয়া ফিরে আসবে ইনশাআল্লাহ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর