পঞ্চগড়ে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ, নির্যাতন এবং মুসলিম নারীদের ধর্ষণ, হত্যাকাণ্ডসহ ইসকনের সকল অপকর্মের বিচার নিশ্চিত করা ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
জুমার নামাজের পর জেলা শহরের কয়েকটি মসজিদের মুসল্লিরা একত্র হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে এসে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় এম আর কলেজ রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহামুদুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক মীর মোর্শেদ তুহিন, পঞ্চগড় বাজার মসজিদের খতিব মাওলানা আবু বক্করসহ স্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ইসকনকে অপকর্মে জড়িত এবং স্বৈরাচারের সঙ্গী আখ্যা দিয়ে এর নিষিদ্ধের দাবি জানান।
দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। পরে মোনাজাতের মাধ্যমে মাওলানা মাহমুদুল ইসলাম বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর