নাটোরের বড়াইগ্রাম উপজেলার দারিকুশী গ্রামে পুকুরে পড়ে আলী হোসেন (দেড় বছর) নামের এক শিশুর নিহত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই গ্রামের নাইম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে খাবার দেওয়া চাড়িতে পড়ে যায় আলী। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর