জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে, যে দল হিসেবে আওয়ামী লীগ যদি কোন ভূমিকা রেখে থাকে তার বিচার হবে, তাহলে দল হিসেবে ৭১ সালে জামাতের কী ভূমিকা ছিল, তার বিচার হবে না কেন? হওয়া তো উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি একথা বলেন।
দল হিসাবে আগে বিচার না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, দল হিসাবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না, কোন আইন আগে ছিল না। এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে।
মানবতাবিরোধী আচরণের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে এখন দলেরও বিচার করা যায়। আমি তো মনে করি এখানে জামাতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের কেউ এসে বাদি হয়ে মামলা করেন। তা না হলে সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা।
আপনি যদি ২০২৪ এর গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ৭১ এর গণহত্যার জন্য জামায়াতের বিচার করতে পারবেন না কেন? বিচার করেন। যদি প্রমাণিত হয় জামাত নির্দোষ ছিল, বেঁচে গেলেন; কোন সমস্যা তো নেই। বিচারের আওতায় আনলেই যে সে অপরাধী হয়ে গেল, তা তো নয়। বিচার হোক এই দাবি আমি করি।
শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীর কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রশ্নটা আপনার বিষয়ে না, আপনার দলের ব্যাপারে। সেটা হল মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কী ছিল? আপনার দলের প্রতিবার নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে। সেই বিচার নিয়ে প্রশ্নও উঠেছে, আমি নিজেই বলেছি।
সে অনেক বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয় নাই এবং আমি এটাও মনে করি বিচারের নামে কারো কারো প্রতি হয়তো অবিচারও করা হয়েছে।
তিনি বলেন, কিন্তু রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের ৭১ এ যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি? করেছে। তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনী কি এদেশে গণহত্যা চালায়নি? চালিয়েছে। সে গণহত্যায় কি জামাতে ইসলাম সহায়তা করেনি, সমর্থন দেয়নি? দিয়েছে, করেছে। পাকিস্তানি বাহিনী কি এদেশে মা-বোনদের ধর্ষণ করেনি? সেটাও করেছে। সেই কাজে কি জামায়াতেরই সহযোগিতার মানসিকতা ছিল না? ছিল।
তিনি বলেন, তাহলে জামায়াতের ভূমিকাটা কী ছিল, সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে। সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে— আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেই ভূমিকাটা ঠিক না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর