চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। এবার সে চার নম্বর আসামি ডনকে নিয়ে কথা বলেন নায়কের ছোট ভাই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান।
ভিডিও বার্তায় তিনি জানান, সাধারণত তিনি ফেসবুক লাইভে আসেন না। কিন্তু কিছু কারণে আজ লাইভে এসছি। এ লাইভে কাউকে ব্যক্তিগত কারণে কিংবা ছোট করে কথা বলার উদ্দেশ্য নয়।
লাইভে খলনায়ক ডনকে উদ্দেশ করে শাহরান বলেন, আমি সালমানের ভাই। সে কারণে আপনার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি আমার ফোন ধরেননি। আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করবো না। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে, আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই কিন্তু সবকিছুই আমার সাথে শেয়ার করতো।
শাহরান আরও বলেন, আমি আজকে লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেটা আপনি ভালো করে জানেন। আমি বলবো, আপনার কর্মের জন্য আপনি মাফ চান।আল্লাহর কাছে মাফ চান।
ফেসবুক লাইভে ডনকে নিয়ে শাহরান জানান, অভিনয় গুণ না থাকায় সালমান শাহর বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন। আর সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। আমার পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মিথ্যা তথ্য দেন। একদনি আল্লাহর কাছে জবাব দিতে হবে।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর