৩০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ শেষে হস্তান্তরের দুই বছর পার হলেও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্থাপিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কার্যক্রম আজও চালু হয়নি। সেখানে কোনো আসবাবপত্র ও বিদ্যুৎ-সংযোগ নেই। পর্যাপ্ত জনবলও নিয়োগ দেওয়া হয়নি।
ইতিমধ্যে ম্যাটসে চুরির ঘটনা ঘটেছে। দ্রুত চালু করা না গেলে অযত্ন ও অবহেলায় প্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার মিনহাজুল মুকিত বলেন, “যদি চালুই করতে না পারে, তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করার কোনো প্রয়োজন ছিল না।”
ম্যাটসের অধ্যক্ষ কে এম জোবায়ের গালিব বলেন, “আমাকে গত জানুয়ারিতে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এখনো অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। আসবাব ও বিদ্যুৎ-সংযোগ নেই। প্রতিষ্ঠানটি দ্রুত চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের পরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে।” তিনি জানান, আগামী বছর প্রতিষ্ঠানটি চালু হতে পারে এবং প্রাথমিক পর্যায়ে ম্যাটসে রেসিডেনসিয়াল ফিল্ড সাইট ট্রেনিংয়ের কার্যক্রম শুরু হতে পারে।
জয়পুরহাটের সিভিল সার্জন আল মামুন বলেন, “ম্যাটস নির্মাণের পর তাদের কাছে হস্তান্তর করা হয়। সেখানে এখন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। জানামতে, আপাতত ম্যাটসের কার্যক্রম থাকবে না। রেসিডেনসিয়াল ফিল্ড সাইট ট্রেনিংয়ের কার্যক্রম শুরু হতে পারে।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর