কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'গত ১৬ বছরে স্বাধীন রাষ্ট্রগুলোর তালিকায় নিশ্চয় বাংলাদেশের নাম ছিল। কিন্তু দেশের মানুষের স্বাধীনতা ছিলনা। শুধু তাই নয়! একটি পার্লামেন্ট ছিল নামে মাত্র, যার কোন কার্যকারিতা ছিল না। ওই সময় রাজনৈতিক পরিচয় দেখে বিচারের রায় নির্ধারিত হতো।'
শনিবার (২৫ অক্টোবর) চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ও ওমরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনতা বাজারে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, 'গত ১৬ বছর নির্বাচন কমিশন ছিল। ওই নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করেছে। কিন্তু মানুষের ভোটাধিকার ছিলনা। এমনকি আমাদের স্বপ্ন ছিল র্যাব ও পুলিশ বাংলাদেশের মানুষকে নিরাপত্তার চাদর দিয়ে ঠেকে রাখবে। কিন্তু র্যাব-পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তা নামক শব্দটি পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। এজন্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৬ বছর সংগ্রাম করেছেন।'
তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ আন্দোলনের সময় বলেছেন, 'আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন আমি এজন্যই লড়াই করছিনা। আমি লড়াই করছি আপনারা যাতে আপনাদের ভোটাধিকার ফেরত পান। অর্থাৎ ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।' এই স্বপ্ন নিয়েই তিনি আন্দোলন করেছেন।
এসময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর