সৌদি আরব কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে, যার ফলে ওমরাহ করতে যাওয়ার আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটতে হবে। এটি সব ধরনের ভিসা এবং সকল দেশের নাগরিকের জন্য প্রযোজ্য। খবরটি প্রকাশ করেছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরান দুবাই বিমানবন্দর থেকে সৌদি আরব যাওয়ার সময় চেক-ইনে বাধা পান। তার কাছে রিটার্ন টিকিট না থাকায় বোর্ডিং পাস দেওয়া হয়নি।
মিরান জানান, তার ওমরাহ ভিসা রয়েছে এবং তিনি মক্কায় কয়েকদিন অবস্থান করার পর মদিনাতেও যেতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম পরে সিদ্ধান্ত নেব। কিন্তু চেক-ইনে গিয়ে তারা জানালো, রিটার্ন টিকিট না দেখালে আমাকে বোর্ডিং দেওয়া হবে না। তখন আমার হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল। অনলাইনে রিটার্ন টিকিট কাটতে আধা ঘণ্টা লাগল, তারপর আমাকে চেক-ইন দেওয়া হলো।’
সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, নতুন নিয়মের লক্ষ্য হলো ওমরাহ যাত্রীর ভ্রমণের সময়সূচি নিশ্চিত করা এবং সৌদি আরবে অতিরিক্ত সময় অবস্থান এড়ানো।
আশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক কায়সার মাহমুদ বলেন, যারা নিজেরাই টিকিট বুক করেন, তাদের অবশ্যই রিটার্ন টিকিট কাটতে হবে। এটি কর্তৃপক্ষকে যাত্রীর অবস্থান নির্ধারণে সাহায্য করবে।
নিয়ম অনুযায়ী, রিটার্ন টিকিট না থাকলে বিমানবন্দর চেক-ইন প্রক্রিয়ায় বাধা দেবে এয়ারলাইন্স।
কুশল/সাএ
সর্বশেষ খবর