আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনের এমপি প্রার্থী বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারএর একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী সভা সমাবেশ করছেন।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার ডোয়াইল বাজার ব্রীজ মোড়, রায়দের পাড়া খালেকের মোড়, পোগলদিঘা ইউনিয়নের মাধুর মোড়সহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে ৩১দফার লিফলেট বিতরণ করেন।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালিমা তালুকদার আরুনী বলেন, বর্তমান সময়ে জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন মহল থেকে নানা ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রে কোনো বিভ্রান্তিতে কান দেওয়া যাবে না। মনোযোগ সহকারে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট কাঠামো ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের মাঝে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নয়, মিলে মিশে থাকার কোন বিকল্প নেই।
তবে আমরা অন্যায়কারীর সাথে থাকবোনা। সৌহার্দপূর্ণ আচরন করে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি একটি ছাদের নিচে ঐক্যবদ্ধ পরিবার। খণ্ড খণ্ড নয়, টুকরো টুকরো নয়। সারা দেশই বিএনপির ছাদ। এই ছাদের নিচে থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব এবং দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করব ইনশাআল্লাহ।
ধানের শীষ প্রতিকের প্রচারণা ও লিফলেট বিতরনে মোটর সাইকেল সহকারে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী উপজেলা বিএনপি’র সদস্য মাহমুদা সালাম, উপজেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট এএমবি রেজা ভানু, এডভোকেট আব্দুল বারী, সদস্য হুমায়ূন তালুকদার, কেন্দ্রীয় যুবদল নেতা সুজাউল্লাহ, আওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যন নুরুজ্জামান তালুকদার বাবু, সরিষাবাড়ী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ভিপি শহিদুল্লাহ শহীদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতীয়তাবাদী সরিষাবাড়ী ঐক্য পরিষদ সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ারুল হক তালুকদার, সরিষাবাড়ী জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্য পরিষদ সাবেক সভাপতি ইমরুল ইবনে বিন রেজাসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর