প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রবাসী শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি; তাদের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, “প্রবাসী শ্রমিক বা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমানোর উদ্যোগ চলছে। একই সঙ্গে বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন,
“বিমানবন্দরে আগত যাত্রীদের যেন অযথা হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন সময় সর্বনিম্ন পর্যায়ে আনতে সব ধরনের প্রযুক্তিগত সুবিধা বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল আসছে।
“ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। তারা তদন্তে অংশ নিয়ে অগ্নিকাণ্ডের মূল কারণ, অব্যবস্থাপনা এবং দায় নির্ধারণে সহায়তা করবেন,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর