৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিবেন আর আপনারা ভোট চাইবেন আমার নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া আর বিএনপির জন্য। আর আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন ধানের শীষে বলে জানিয়েছেন সুনামগঞ্জ -১ আসন (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ)এর বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তয়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাচনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় কথা গুলো বলেন।
বিএনপি নেতা মাসুম আহমেদ তালুকদার এর সভাপতিত্বে তিনি আরও বলেন,আমি উড়ে আসি নাই। আমাকে আপনারা তৈরি করেছেন। জনগণই আমার নেতা,আমি আপনাদের সেবক হয়েই থাকবো। আর আপনারা থাকলে দল আমাকে মনোনয়ন দিবে।
তিনি আরও বলেন,আমাকে যদি আপনারা ভালোবেসে কাছে টেনে নেন। আমাকে আপনাদের সন্তান মনে করেন আমিও তার প্রতিদান নিজের সর্বস্ব দিয়ে করে যাবো। জামালগঞ্জ সাচনাবাসীর সবচেয়ে দুর্ভোগের কারণ মাত্র একটি ব্রীজ। অনেকেই এসেছেন, গিয়েছেন কিন্তু ব্রীজ নির্মাণে তাদের কোন আগ্রহ ছিল না। আমি কৃষক,মেহনতী মানুষকে কাছ থেকে দেখেছি। জামালগঞ্জের উন্নয়ন হবে বিস্তীর্ণ কৃষিকে প্রাধান্য দিয়ে।
এসময় একজন সমর্থন ১০ লক্ষ টাকার চেক উপহার দেন কামরুজ্জামান কামরুল কে। জনসভায় বিভিন্ন ইউনিয়নে থেকে আগত নেতা কর্মী ও সমর্থকদের ঢল নামে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সাচনা বাজার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর