‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) গিয়াস উদ্দিন ইমন।
‘প্রযুক্তি’ বিভাগে ‘প্রিন্ট/অনলাইন’ ক্যাটাগরিতে শাওন সোলায়মান এবং জুরি স্পেশাল বিভাগে ‘কবিতায় উৎকর্ষ’ ক্যাটাগরিতে গিয়াস উদ্দিন ইমনকে এই পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে জাকজমকভাবে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে গণমাধ্যম পেশাজীবীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
শাওন সোলায়মান দীর্ঘদিন যাবত তথ্যপ্রযুক্তি, টেলিকম এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এসব বিষয়ে বিভিন্ন সময় তার লেখা সাড়া জাগানিয়া প্রতিবেদন রয়েছে। সম্প্রতি তিনি রাশিয়ার ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল সচিবালয়ের আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি-২০২৫’ এবং জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যথাক্রমে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
অন্যদিকে, গিয়াস উদ্দিন ইমন দেশের পত্রিকা জগতে একজন অভিজ্ঞ বিক্রয় ও বিপণন পেশাজীবী হিসেবে কর্মরত।
গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম এবং ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে বেশির ভাগ পাঠক এবং দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। কেউ হয়তো ফেসবুকে সংবাদ পড়ছেন, বা রিলস দেখছেন; বা ইউটিউবে শর্টস ভিডিও থেকে সংবাদ দেখছেন। এখন আবার ‘ফটোকার্ড’ এর মাধ্যমেও সংবাদ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাদের একটা কনটেন্ট মুহূর্তের মধ্যে অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে।
এই কাজগুলো করছেন ডিজিটাল মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা। তাদের সম্মানিত করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। আমার বিশ্বাস, এই সংগঠনটি আরও উন্নতি করবে এবং দেশে আরও পেশাদার সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর