পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নীল তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের পৃথক আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আজিম ও বৃষ্টিকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান তাদের বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট ২০ অক্টোবর ভোরে বান্দরবানের হাজীপাড়া বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় মোবাইল, ক্যামেরা, ট্রাইপড, সিম কার্ডসহ ভিডিও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
তদন্তে জানা যায়, তারা একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে ১১২টি ভিডিও আপলোড করেছিলেন, যা ২ কোটি ৬৭ লাখের বেশি বার দেখা হয়েছে। এছাড়া টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে এসব ভিডিওর প্রচারণা চালাতেন এবং অন্যদেরও এ শিল্পে যুক্ত হতে প্রলুব্ধ করতেন।
মামলাটি করেছে সিআইডির সাইবার তদন্ত বিভাগ। মামলার তদন্তে অভিযোগ করা হয়েছে, এই যুগল কেবল নিজেরাই পর্নো ভিডিও তৈরি করেননি, বরং অন্যদেরও এ জগতে টানার চেষ্টা করেছেন। তাদের প্রথম ভিডিও ২০২৪ সালের মে মাসে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয় বলে তদন্তে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর