রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার অভিযোগ করেছেন, এটি দুর্ঘটনা নয়—একটি হত্যা। তার ভাষায়, “এটা মৃত্যু নয়, হত্যা। এটা মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না। অবহেলায় জড়িতদের শাস্তি দিতে হবে।”
আইরিন আক্তার সাংবাদিকদের বলেন, “আমার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের ৩। ওরা এখন বাবাহীন। এই ক্ষতি কীভাবে পূরণ হবে?”
নিহতের শ্যালক সোহাগ আহমেদ জানান, আবুল কালামের বাসা নারায়ণগঞ্জের চাষাড়ায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সেখানে বসবাস করতেন তিনি। এর আগে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন, তবে বিয়ের পর আর বিদেশে ফেরেননি।
অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কর্মক্ষম কাউকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হতে পারে।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় সরকার ইতোমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর