ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের যুব বিভাগের পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুরে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছনে থাকা বশিরের মাথায় আঘাত লাগে এবং কান দিয়ে রক্তপাত হয়। তাঁর সহকারী চালক বশিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির ২০১৮ সালে আইনজীবী হিসেবে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। এরপর কোর্ট কম্পাউন্ড এলাকায় 'মোসাদ্দেক ল' ফার্ম' নামে একটি আইনজীবী চেম্বার গড়ে তোলেন। অল্প দিনেই তিনি জেলা শহরে আইনজীবী হিসেবে নামযশ লাভ করেন। অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাটের মৌলভী ইসাহাক কাজীর সন্তান। ২০১৬ সালে তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রী ও ছোট ছোট তিনটি মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোক নেমে এসেছে।
জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষ করে তিনি কানাইপুরে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তাঁর সহকারী মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন তাঁরা।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে ফরিদপুর শহরমুখী যাত্রাকালে বদরপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে আঘাত লাগে। এতে মোটরসাইকেলে থাকা মোসাদ্দেক সাহেবের কান দিয়ে রক্তপাত হয়। তাঁর সহযোগী একটি সিএনজিতে করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোসাদ্দেকের মৃত্যু হয়। তাঁর মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো এমন দুর্ঘটনা না-ও ঘটতে পারত। ওসি আরও জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর