আর্জেন্টিনায় অনুষ্ঠিত মধ্যবর্তী সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই (Javier Milei)–এর লিবার্টেরিয়ান জোট বড় জয় পেয়েছে। এই ফলাফল তার বিতর্কিত অর্থনৈতিক সংস্কার ও বাজারভিত্তিক নীতি চালিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি জুগিয়েছে।
রবিবারের ভোটে মিলেইয়ের দল লা লিবার্টাদ আভাঞ্জা (La Libertad Avanza) জাতীয় সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। এতে সরকার এখন আগের চেয়ে অনেক বেশি নীতিগত স্বাধীনতা পাবে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রেসিডেন্ট মিলেই ক্ষমতায় আসেন ২০২৩ সালের ডিসেম্বরে, রাষ্ট্রীয় খরচ কমানো, সরকারি মুদ্রা বাতিল করে ডলার চালুর পরিকল্পনা এবং সরকারি খাতের ব্যাপক পুনর্গঠনসহ কঠোর অর্থনৈতিক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে। তবে তার এই নীতিগুলো ব্যাপক সমালোচিত হয়, বিশেষ করে উচ্চ মুদ্রাস্ফীতি ও দারিদ্র্যের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে।
এপি জানায়, নির্বাচনে ভোটাররা মূলত পুরনো রাজনৈতিক দলের ব্যর্থতার প্রতিবাদ হিসেবেই মিলেইয়ের সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। জনগণের একাংশ মনে করছে, কঠিন সিদ্ধান্ত না নিলে অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব নয়।
অন্যদিকে, রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এই ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছে। তারা মনে করছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও বাজেট সংস্কারের মাধ্যমে আর্জেন্টিনা আবারও বৈশ্বিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে পারবে।
তবে বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী জয় মিলেইয়ের জন্য বড় সুযোগ হলেও, সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ। দেশটিতে মুদ্রাস্ফীতি এখনও ১৫০ শতাংশের ওপরে, দারিদ্র্যের হার প্রায় ৫০ শতাংশ এবং সরকারি খাতে কর্মসংস্থান সংকট বেড়েই চলেছে।
সূত্র: এপি নিউজ ও রয়টার্স।
সাজু/নিএ
সর্বশেষ খবর