জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামীলীগ-কৃষকলীগের নেতাসহ ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা (৪৭), ১নং সাতপোয়া ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম (৫৫), খাকুরিয়া গ্রামের মুন্না ও দুলভিটি গ্রামের রিপন সরকার।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৪জনকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেণে করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর