“যুব- ঐক্য- প্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বণ্যাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এসময় আরো বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, বালিয়ডাঙ্গী উপজেলা যুবদলের আহবায়ক মহম্মদ আলী, রাণিশংকৈল উপজেলা যুবদলের আহবায়ক মোমিন, হরিপুর যুবদলের আহবায়ক উজ্জল, পীরগঞ্জ যুবদলের আহবায়ক মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, “আমাদের এ ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা। সুশৃঙ্খলভাবে রাজনীতি করে আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামীর নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে। এজন্য আমাদের সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর