ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে তিন কৃষকের প্রায় ৩০০ শতাংশ জমির ধানখেত ঘাসনাশক ওষুধ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতির দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন— ছিলিমপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের পুত্র মো. আব্দুল কদ্দুছ,খায়রুল ইসলাম ও গোলাম মোস্তফা। তারা জানান, সম্প্রতি রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাদের জমিতে জঙ্গলমারার (আগাছানাশক) ওষুধ ছিটিয়ে দেয়। ফলে ধানের কচি গাছগুলো কালচে ও হলুদাভ রঙ ধারণ করে শুকিয়ে যেতে শুরু করে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে কৃষক আব্দুল কদ্দুছ গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন,অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আদালতে প্রেরণ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান,ধানখেতে বিষাক্ত ওষুধ প্রয়োগের ফলে ধানগাছগুলো জ্বলে যাওয়া অবস্থায় দেখা গেছে।
অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার আনজুম জলি বলেন,ধানখেতে কোনো রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ নেই। কৃষকের দাবি অনুযায়ী, আগাছানাশক প্রয়োগের মাধ্যমে ফসল নষ্ট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। কৃষক আব্দুল কদ্দুছ অভিযোগ করে বলেন,গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আমার ভাতিজা মো. রুবেল মিয়া ও আরও কয়েকজনকে জমিতে মেশিন দিয়ে কিছু ছিটাতে দেখি। লাইটের আলো দেখে তারা পালিয়ে যায়। কয়েকদিন পর দেখি ধানগাছগুলো পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, তার ১৪০ শতাংশ, খায়রুল ইসলামের ৮০ শতাংশ ও গোলাম মোস্তফার ৮০ শতাংশ জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে।
এর পরের রাতে তার গোয়ালঘর থেকেও ১ লাখ ৩০ হাজার টাকার দুইটি গরু চুরি হয়েছে।পারিবারিক ওজমি-সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে আব্দুল কদ্দুছ বলেন,“রুবেল মিয়া আমার ভাতিজা। জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে বিরোধ চলছে।”অভিযুক্ত রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার মা মোছা. রুকিয়া খাতুন সাংবাদিকদের জানান,রুবেল দেড় মাস ধরে বাড়িতে নেই। কে ওষুধ দিয়েছে জানি না। তবে জমি নিয়ে আমাদেরও বিরোধ আছে।” স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ফসল নষ্টের এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর