মৌলভীবাজার জুড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিম উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা আমির আব্দুল হাই হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ জুড়ী বড়লেখা আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ডক্টর আনওয়ারুল ইসলাম টিপু, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল কাদির, অফিস সম্পাদক লুৎফর রহমান আজাদী, উপজেলা শিবিরের সভাপতি এমরান হোসাইন মনিয়ার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নাজমুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির এডভোকেট শাখাওয়াত হোসেন, সেক্রেটারি আব্দুস সাত্তার, সাগরনাল ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ২৮ অক্টোবরে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং এ হত্যার বিচার দাবি করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর