বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, বেসরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের যোগ্যতা সমানভাবে নির্ধারণ করা হয়েছে। এটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১-এর ‘পরিশিষ্ট-ঘ’ সংশোধনের মাধ্যমে কার্যকর হবে।
নতুন নীতিমালা অনুযায়ী—
অধ্যক্ষ পদে নিয়োগের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
প্রধান শিক্ষক পদে যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি বিএড বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানেও একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
মাউশি সূত্রে জানা গেছে, এ পদক্ষেপের মাধ্যমে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার মানদণ্ড আরও সুস্পষ্ট করা হয়েছে, যা ভবিষ্যতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ নেতৃত্ব নিশ্চিত করবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর