সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হচ্ছিল যে আওয়ামী লীগের সভাপিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।
তবে পরবর্তীতে ছবিটির সঙ্গে প্রচারিত দাবি ভুল ও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত হয়েছে। ছবিটি আসলে শেখ হাসিনার নয়, ভারতের এক ভিন্ন নারীর। এই ঘটনায় “ডিজিটাল গুজব” বা মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কীভাবে গুজব ছড়িয়ে পড়ল
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়, যেখানে শেয়ার, কমেন্ট ও রি-পোস্টের মাধ্যমে দাবিটিকে প্রসার করা হয়। ছবিটির উৎস যাচাই না করে একটি রাজনৈতিক নেতার মৃত্যুর খবর হিসেবে উপস্থাপন করা হয়, যা “চমকপ্রদ” এবং বিতর্কিত হওয়ায় দ্রুত আকর্ষণ পায়।
পরবর্তী সময়ে রিভার্স ইমেজ সার্চ ও ফ্যাক্টচেক পদ্ধতিতে দেখা যায়, ছবিটি ভারতের এক ৮২ বছর বয়সী নারীর, যিনি বিমানে যাত্রী ছিলেন এবং হুইলচেয়ার না পাওয়ার কারণে হেঁটে চলেছেন।

ফ্যাক্টচেক
Rumor Scanner-এর অনুসন্ধানে দেখা গেছে, “শেখ হাসিনা মারা গেছেন” বা “ইন্তেকাল করেছেন” এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য নেই।
Fact‑Watch-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব গুজব গত ১৭ জুলাই ২০২৪ থেকে সামাজিক মাধ্যমে প্রচারিত, কিন্তু একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে এমন কোনো খবর পাওয়া যায়নি।
একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পোস্টগুলোতে মৃত্যুর দাবির কোনও উপাত্ত বা উৎস দেওয়া হয়নি এবং আওয়ামী লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও এ ধরনের তথ্য নেই।
Rumor Scanner আরও উল্লেখ করেছে, কথিত গণমাধ্যমের নাম ব্যবহার করে তৈরি করা স্ক্রিনশট ও ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এছারাও বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্যাডে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষরিত শোক বাতা ছড়িয়ে পরেছে।
তথ্য যাচাই করে দেখা যায় এর অবস্থা-
কোনও নির্ভরযোগ্য সূত্রে দেওয়া হয়নি যে শেখ হাসিনা মারা গেছেন বা তাঁর মৃত্যু সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাসঙ্গিক শোকবার্তা জারি করা হয়েছে।
মিথ্যা তথ্য ও গুজব নিয়ন্ত্রণ করার সংগঠন যেমন Rumor Scanner–এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে নেতৃবৃন্দের বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছে, বিশেষ করে ছবির জন্য পোষ্ট করা বা শেয়ার করা হয়।
ছবিতে মূল দলিল বা শোকবার্তার কোন অফিসিয়াল প্রতিলিপি পাওয়া যাচ্ছে না যা যাচাইযোগ্য—অর্থাৎ ঐ ছবি হয়তো সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির জন্য তৈরি বা পরিবেশিত হতে পারে।

সিদ্ধান্ত
আপনার প্রদত্ত ছবিটি এমন তথ্যের সঙ্গে যুক্ত যার সত্যতা যাচাইযোগ্য নয়। অর্থাৎ—এই ছবি দেখে “শেখ হাসিনা মারা গেছেন” বা “আওয়ামী লীগ শোকবার্তা জারি করেছে” এমন দাবি করা ভুল এবং ভিত্তিহীন বলেই মনে হচ্ছে।
তবে, একান্ত নিশ্চিত হতে ছবির উৎস, তৈরি তারিখ, মূল প্রকাশক, এবং আওয়ামী লীগের অফিসিয়াল যোগাযোগ চ্যানেলগুলো দেখে মুখ্য যাচাই প্রয়োজন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর