 
          
 
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনোভাবেই কমছে না, বরং ক্ষণে ক্ষণে এর থাবায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বাবুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত বাবুল চন্দ্র রায় (৩৩) বরগুনা পৌরসভার নয়াকাটা এলাকার বাসিন্দা।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, তিন-চার দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে বাবুল চন্দ্র রায় হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে তাঁর স্বজনদের আর্থিক সমস্যার কারণে তাঁকে বরিশাল নিতে পারেননি।
হাসপাতালের মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বাবুল চন্দ্র রায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বরিশালে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তাঁর স্বজনরা বরিশাল নিতে না পারায় রাতেই তিনি মারা যান।
বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। এর মধ্যে বেতাগীতে ১ জন, বামনায় ১ জন, পাথরঘাটায় ১০ জন, তালতলীতে ৩ জন, সদরে ২২ জন। বর্তমানে জেলাসহ বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৯ জন। এর মধ্যে আমতলীতে ৪ জন, বেতাগীতে ২ জন, বামনায় ১১ জন, পাথরঘাটায় ১৫ জন, তালতলীতে ১২ জন, সদরে ৬৫ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬৩৯ জন। বরগুনা ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও বরগুনার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসলেও পুরোপুরি নির্মূল হতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ আমাদের সচেতনতা জরুরি।
মুনতাসির/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর