সাড়ে তিনশ বছর আগে শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় ৮ মণ চাউল পাওয়া গেলেও বর্তমান বাজার মূল্যে ১ টাকায় চকলেট পাওয়াও দুঃসাধ্য ব্যাপার। টাকার মান কমে যাওয়ায় এক টাকার মূল্য কমেছে।যদি এই ১ টাকা দিয়ে ছয় ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায় তাহলে বিষয়টা সেই সাড়ে তিনশো বছর আগেকার শায়েস্তা খাঁর আমলের মতোই মনে হবে। সত্যিই তাই হয়েছে, বুধবার শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরের সামনে ফেনী জেলা যুবদলের উদ্যোগে এক টাকার বাজারের আয়োজন করা হয়েছে।এই ব্যতিক্রমী কার্যক্রমের আওতায় ৩ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেলসহ ১ প্যাকেট বিস্কুট এক টাকায় বিতরণ করা হয়।
বর্তমান সময়ে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, সেখানে মাত্র এক টাকায় এই ধরনের পণ্য পেয়ে বেজায় খুশি হয়েছেন শহরের দরিদ্র জনগণ। এক টাকার বাজারের মূল উদ্দেশ্য হলো সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিস পাওয়ার সুযোগ তৈরি করা এমনটাই বললেন আয়োজকরা।
এ সময় জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন মানুষের পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ১ টাকা বাজারের আয়োজন করেছি।আমরা গতকাল ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছি। জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত বলেন, বাংলা জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী কার্মসূচির আওতায় আজকে দুস্থদের মাঝে ১ টাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর