বগুড়ায় ভিন্ন নামের মাদক ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করেছে র্যাব। কাশির সিরাপ পরিচয় দিয়ে কৌশলে আনা হচ্ছে মাদক। পরিচিতি বাড়াতে ফার্মেসি ও গ্রামীণ জনপদের দোকান টার্গেট করেছে অপরাধীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, নতুন মোড়কে এসেছে ‘এস্কাফ’ সিরাপ। যারা ফেনসিডিলের কারবার করতেন, তাদের অনেকেই কাশির সিরাপ পরিচয়ে নতুন এই মাদক কারবারে জড়িয়েছেন। ফেনসিডিল ও এস্কাফ একই সিরাপ। ভিন্ন নামের কারণে মাদকসেবীরা এটার দিকে ঝুঁকছে।
বুধবার বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। আট বোতল কথিত মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করে র্যাব। এসময় হাতেনাতে গ্রেপ্তার রঞ্জু মিয়া (৪৪) নীলফামারীর জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার আজাহার আলীর ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, মাদক চালানের তথ্য পেয়ে অভিযানে নামে চৌকস আভিযানিক দল। মাদক এস্কাফ সিরাপ নিয়ে সেখানে অবস্থান করছিল একজন কারবারি। হাতেনাতে গ্রেপ্তার করে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর