হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে র্যাব-৯, সিপিসি–৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় ও অন্যান্য মালামাল ক্রয় করে নিজ এলাকায় ফেরার পথে ডাকাতির শিকার হন। হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন সাতাইহাল এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে পৌঁছালে একটি লাল রঙের ডিআই পিকআপ ভ্যান তার গাড়ির সামনে এসে পথরোধ করে।
পিকআপে থাকা পাঁচজন সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নেমে দেশীয় অস্ত্রের মুখে নিয়াজ উদ্দিন ও তার দুই সহযোগীকে জিম্মি করে। পরে তাদের হাত, চোখ বেঁধে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও কাপড়সহ প্রায় ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল লুট করে ডাকাতরা দক্ষিণ দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নিয়াজ উদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ডাকাতি মামলা (নং–১৭, তারিখ ২০/১০/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।
র্যাব-৯ জানায়, মামলার পর তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মিজানুর রহমান ওরফে রমজান (২৫), পিতা মৃত সমছু মিয়া, গ্রাম বাগেরখাল, থানা বাহুবল, জেলা হবিগঞ্জ; এবং আসাদ মিয়া (৩৫), পিতা শুক্কুর আলী, গ্রাম লক্ষিপুর, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা গেছে, তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ ও ছিনতাই প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর