হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৫৮) নামে এক শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।রফিকুল ইসলাম সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বুধবার দুপুরে অভিযুক্তকে বিদ্যালয় থেকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী সংড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলাধুলাসহ ভাল সময় কাটানোর জন্য প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা করে।গত ২২ অক্টোবর অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
সাজু/নিএ
সর্বশেষ খবর