সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৫ শতাধিক দরিদ্র ও দুস্থ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪ পর্যন্ত আশুলিয়ার গ্রামীন কনভেনশন হলে ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ও জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
এমসয় জামগড়া আর্মি ক্যাম্প জানান,সাভার সেনানিবাস থেকে ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বমোট ২০ জনের মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। এসময় চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এখানে সেবা নিতে আসা রোগীরা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সেনবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেবা নিতে আসা সাহাদাত (৩৫) নামের একজন বলেন, আমি একজন রিক্সা চালক। দীর্ঘ দিন যাবত মাজার ব্যাথায় ভুগতেছিলাম। হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গেলে এই ট্রেস্ট সেই ট্রেস্ট দিয়ে হাতে কাগজ ধরাই দেয়। রিক্সা চালাইয়ে আর কত টাকাই কামাই করি, পরে শুনলাম আজকে এই সেনাবাহিনীর ফ্রী মেডিকেলের কথা, তাই চলে আসলাম। অনেক সুন্দর ভাবে ডাক্তার দেখলো, প্রেশক্রিপশন করে দিছে আবার বিনা মূল্যে ঔষধও দিলো। সেনাবাহিনীর এই উদ্যোগ আমার মত অসহায় মানুষের জন্য অনেক উপকারী।
মালেকা বেগম (৪৫) নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, আমি নাসা গ্রুপে চাকরী করতাম। কারখানা বন্ধ হয়ে গেছে, এখন চাকরী নাই। গার্মেন্টস এ কাজ করার ফলে সারা শরীর খালী চুলকায়। টাকার অভাবে চিকিৎসা করতে পারি নাই। পরে শুনলাম আর্মিরা নাকি বিনামূল্যে চিকিৎসা করতেছে তাই আসলাম। তারা চিকিৎসাও দিছে আবার ঔষধও দিছে। আমি এই সেবা পেয়ে অনেক খুশি। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এবিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো.সজীবুল ইসলাম বলেন, আশুলিয়ায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কঠোর অভিযানিক কর্মকান্ডের সময় দেখা যায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, সাভার সেনানিবাস থেকে ৬ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বমোট ২০ জনের মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর