এল ক্লাসিকো জয় উদযাপনের আনন্দের মধ্যেই দেখা দিয়েছিল এক অপ্রত্যাশিত বিতর্ক। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বদলি হয়ে মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
ঘটনাটি নিয়ে তীব্র আলোচনা হলেও, বুধবার (২৯ অক্টোবর) ভিনিসিয়ুস প্রকাশ্যে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
রোববার বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে ৭১তম মিনিটে ভিনিসিয়ুসকে বদলি করে মাঠে নামানো হয় রদ্রিগোকে।
এর আগেই তিনি দলের জয়সূচক গোলে ভূমিকা রেখেছিলেন এবং বার্সার রাইট ব্যাক জুল কুন্দেকে বারবার চাপে ফেলেছিলেন। তাই হঠাৎ বদলি হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমি রিয়াল মাদ্রিদের সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর আমার প্রতিক্রিয়ার জন্য। আমি ইতিমধ্যে সতীর্থদের, ক্লাব এবং প্রেসিডেন্টের কাছেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি।
২৫ বছর বয়সী ভিনিসিয়ুস আরও বলেন, ‘আমার আবেগ কখনো কখনো আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মনোভাব আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে।’
তবে ক্ষমা প্রার্থনায় কোচ জাবি আলোনসোর নামটি উল্লেখ করেননি তিনি। আলোনসোর অধীনে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুজনের সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যে রয়েছে।
চলতি মৌসুমে অধিকাংশ ম্যাচেই আলোনসো ভিনিসিয়ুসকে মাঝপথে বদলি করে ফেলেছেন, যদিও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার জুটি ছিল বেশ কার্যকর।
এল ক্লাসিকো শেষে মাঠের বাইরে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পেদ্রির লাল কার্ডের পর। তখন ভিনিসিয়ুসও আবার মাঠের পাশে চলে আসেন এবং তাকে শান্ত করতে সতীর্থদের হস্তক্ষেপ করতে হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর