জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র বিরোধ তৈরি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের সামনে দুরূহ এক চ্যালেঞ্জ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “২৭০ দিন ধরে আলোচনার পরও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দূর হয়নি—এটা হতাশাজনক। এত তীব্র বিরোধের মধ্যে সমঝোতার দলিল পাস করা এখন অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ।”
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই ধরনের বিরোধ এখন স্পষ্ট—একটি হলো সনদটি কী পদ্ধতিতে পাস হবে, আরেকটি গণভোট কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে। “যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারাই এখন পরস্পরবিরোধী অবস্থানে। এতদিন আলোচনার পরও যদি ঐকমত্য না আসে, তাহলে সরকার কী করবে—সেটা এখন চিন্তার বিষয়,” বলেন তিনি।
আইন উপদেষ্টা আরও বলেন, “কোনো দল এককভাবে আল্টিমেটাম দিলে বুঝতে হবে তাদের মধ্যে ঐকমত্য নেই। তারা চায়, সরকার যেন তাদের দলীয় অবস্থান সমর্থন করে—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আলোচনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা যে অনৈক্য দেখাচ্ছেন, সেটি জুলাইয়ের চেতনাকেও প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি জানান, বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এই অনৈক্যের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশন দুইটি বিকল্প দিয়েছে— জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোট, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের প্রস্তাব; অথবা এ দায়-দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া।
ড. আসিফ নজরুল বলেন, “গণভোট নিয়ে বিরোধ এখন তীব্রতম পর্যায়ে। এসব বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, আমরা তাকে সহায়তা করবো। সিদ্ধান্ত দ্রুতই নেওয়া হবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর