 
          
 
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও এলাকাটিতে কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান ও আর্টিলারি বাহিনী খান ইউনিস ও পার্শ্ববর্তী এলাকায় একাধিকবার গোলাবর্ষণ করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, এসব হামলায় বেশ কয়েকটি ভবন ও বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অনেকে, তবে সঠিক হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
যুদ্ধবিরতির পরও গাজাবাসীর দুর্ভোগ কমেনি। খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট তীব্র হয়ে উঠেছে। অনেক পরিবার এখনো ভয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, “এটা যুদ্ধবিরতি নয়, বরং শান্তি ছাড়া যুদ্ধের বিরতি।”
এদিকে, হামাস আরও দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করেছে বলে জানিয়েছে আল জাজিরা। এতে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি প্রমাণ করছে—গাজায় ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয়নি। রাজনৈতিক সমঝোতার কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায়, যেকোনো মুহূর্তে আবার পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
সাজু/নিএ
 সর্বশেষ খবর